
'প্লাস্টিক সার্জারি করে চেহারা পরিবর্তন! আমাদের কাছে অনেকেই এসে বলে আমি চেহারা পরিবর্তন করে ফেলতে চাই। আমি একটা ছবি দেখাই এমন করে দিন। অনেক নাটক সিনেমা তে এমন দেখা যায় নায়ক নায়িকা চেহারা পরিবর্তন করে ফেলে। বাস্তবে কি তা সম্ভব? উত্তরঃ না সম্ভব না। তাহলে চেহারায় প্লাস্টিক সার্জারি করে কি করা হয়? চেহারায় প্লাস্টিক সার্জারি করে চেহারার সৌন্দর্য বাড়ানো হয়। যেমনঃ কারো নাক হয়ত বোঁচা, মোটা বা আঘাত পেয়ে নাকের বিকৃতি ঘটেছে বা নাকের জন্মগত ত্রুটি আছে এটা প্লাস্টিক সার্জারি করে ঠিক করা হয়। আবার কেউ গাল, ঠোঁট, চোখ, কান ইত্যাদির শেইপ নিয়ে সন্তুষ্ট না তখন এই অংশগুলো পরিবর্তন করা যায়। চেহারায় বয়সের ছাপ পরলে তা দূর করা যায়। এসব ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করে চেহারায় কিছু পরিবর্তন আনা সম্ভব। এটা কে বলে Facial Transformation.
Tags: cosmetic chemist , beauty , cosmetics business , plastic surgeon , Health beauty tips , health tips for women , health tips bangla , health tips at home , Cosmetic Nurse , Health/Beauty , Cosmetic & Personal Care , health beauty and medical facts , health beauty treat , health beauty and beyond , health & beauty aztec secret , health beauty care , health beauty and crafts , health beauty and fitness , health beauty aid , Dr. Iqbal Ahmed Plastic Surgery , Dr Iqbal Ahmed
See also:
comments